মালদা শহরের রথবাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হলো স্বাধীনতা দিবস। শুক্রবার সকাল আটটা নাগাদ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, জাতীয় পতাকা উত্তোলনের পর দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্বাধীনতার বিশেষ দিনকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি রথবাড়ি এলাকাতে মুখ ও বধির সংগঠন ও কয়েকটি যানবাহন চালক সংগঠনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজসেবী সৌমিত্র সরকার, সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠান শেষে প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়।