বিশ্ব আদিবাসী দিবস নিয়ে প্রশাসনিক সভা || মোটর বাইক আটকে বিকট শব্দের সাইলেন্সার খুলে দিল পুলিশ || দুর্নীতির তদন্তের দাবিতে অঞ্চল অফিসে ধর্নায় বিরোধীরা || মেয়র গৌতম দেবকে সংবর্ধনা জানালো নমঃশূদ্র উদ্বাস্তু সেলের তৃণমূল নেতারা || দুই ভাইয়ের বিবাদে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হলো ধানের চারা || এন আর সি নোটিশ পেল রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা || আগে সাত লক্ষ তারপর উন্নয়ন ! শোরগোল গাজলে || পরিযায়ী শ্রমিকের মেয়ের বিয়ে দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য || যুবকের স্কুটি ছিনতাইয়ের চেষ্টা এবং হামলা, চাঞ্চল্য বিনয় মোড়ে || বীর চিলা রায়ের মূর্তি বসবে বানেশ্বর মোড়ে ||

উত্তমকুমার ব্রজবাসীর পর মোমিনা বিবি ! ফের এনআরসি নোটিশ কোচবিহারের বাসিন্দাকে

উত্তমকুমার ব্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মোমিনা বিবি। অসম ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে।

প্রায় চল্লিশ বছর আগে অসমের আগমনী এলাকায় বিয়ে হয় জন্মসূত্রে তুফানগঞ্জ ২ এর শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবির। দেড় বছর আগমনী এলাকায় ছিলেন মোমিনা বিবি। এরপর স্বামীকে নিয়ে তিনি চলে আসেন তাঁর জন্মস্থান এই বাঁশরাজা গ্রামে।

এখানেই বাড়ি করে থাকতে শুরু করেন। এখানেই দুই সন্তানের জন্ম হয় তাঁর। এরপর তাঁর স্বামী তাঁকে তালাক দিয়ে চলে যান। পরবর্তীতে এই বাঁশরাজা এলাকারই অপর একজনের সঙ্গে বিয়ে হয় মোমিনা বিবির। বর্তমানে দুই ছেলেকে নিয়ে এখানেই বসবাস করছেন ৬০ বছরের এই মহিলা। এনআরসি নোটিশ পাওয়ার পর তিনি আতঙ্কিত বলে জানান।

এনিয়ে তৃতীয়বার এনআরসি নোটিশ পেয়েছেন বলে জানান মোমিনা বিবি। গত দু’বার নোটিশ আসার পরও তিনি ধুবড়ি এনআরসি দপ্তরে যাননি। এবার ফের ডাক পড়েছে তাঁর। নোটিশ আসার পর মোমিনা বিবির ছেলে মোজাম্মেল মিয়াঁ জানান, তাঁর জন্ম এখানে। তাঁর মা এখানেই জন্মগ্রহণ করেছেন। তবে কেন তাঁর মায়ের নামে এ ধরনের নোটিশ এল ? তা কোনওভাবেই বোধগম্য হচ্ছে না তাঁর। এভাবে অসম সরকার বাংলার মানুষকে হেনস্তা করছে। তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এ প্রসঙ্গে বিজেপি নেতা উজ্জল কান্তি বসাক বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় এই রাজ্যে ভুয়ো ভোটার কার্ড থেকে আধার কার্ড সহ ভুয়ো সার্টিফিকেট তৈরির কারখানা হয়েছে। এই এনআরসি নোটিশটিও ভুয়ো কিনা ? তা খতিয়ে দেখতে হবে।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top