পর পর চুরির ঘটনায় আতঙ্ক ব্যবসায়ী মহল। রবিবার রাতের অন্ধকারে মুদি দোকানের গুদামঘর ও মোটর সাইকেল মেকানিকের গুদাম ঘরে চোরের হানা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ি নতুন বাজারে। জানা গিয়েছে, বাজারে সত্যেন্দ্র বর্মন এর মুদি দোকানের গুদাম ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে রাখা আলমিরার লোকারে রাখা নগদ ৬০ হাজার টাকা ও দেখার জন্য রাখা টিভি নিয়ে চম্পট দেয় চোরের দল। অন্য দিকে একই রাতে ওই বাজারেই মোটর সাইকেল মেকানিক কার্তিক দাসে’র গুদাম ঘরের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায় চোর।

তবে গুদাম ঘরে রাখা পুরোনো ভাঙ্গা মোটর সাইকেল খোয়া যায়নি বলে জানা গেছে। সত্যেন্দ্র বর্মন এর স্ত্রী সুমিত্রা বর্মন বলেন, আগের দিন রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। পর দিন সকালে ছেলে দোকান খুলতে গিয়ে দেখে দোকান ঘরের নিচে গুদাম ঘরের দরজা খোলা রয়েছে। পড়ে খবর দেওয়া হয় অন্যান্য ব্যবসায়ীদের ও পুলিশে। জানা গিয়েছে,এর আগেও ওই বাজারেই বেশ কয়েকবার ঘটেছিল চুরির ঘটনা।এই নিয়ে ব্যবসায়ী কার্তিক দাস জানান, বাজারে পর পর চুরির হচ্ছে, আমরা বাজারের নিরাপত্তা চাই। এর আগে বাজার নিরাপত্তায় পুলিশের দুই জন করে থাকতো। এখন নেই ,তাই চুরি ঠেকাতে চাইবো বাজারের নিরাপত্তা।