পুলিশের অভিযানে বানচাল মাদকদ্রব্য পাচারের ছক।মোটরবাইক সহ গ্রেফতার দুই। গোপনসূত্রের খবরের ভিত্তিতে, রবিবার কালচিনি ব্লকের গোদাম ডাবরি এলাকায় নাকা চেকিং চালায় কালচিনি থানার পুলিশ। সেই সময় হাসিমারা থেকে কালচিনিগামী একটি মোটরসাইকেলকে দার করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নেশার বিপুল পরিমাণ নেশার ক্যাপসুল ও ট্যাবলেট।

এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করার পাশাপাশি ডিমা চা বাগানের বাসিন্দা গদন দাস ও দলসিংপাড়া চা বাগানের বাসিন্দা বিনোদ ছেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৯৬০টি ক্যাপসুল ও ১০০ টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই মাদক পাচারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কী না তার তদন্ত চলছে বলে জানান কালচিনি থানার ওসি অমিত শর্মা।