গোপন খবরের আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ, এয়ারপোর্ট থানার পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানদের যৌথ অভিযানে উদ্ধার ৫০ কেজি শুকনো গাঁজা। বিপুল পরিমানে গাঁজা গুলি একটি অটো গাড়িটিতে বোঝাই করে পাচার করা হচ্ছিল।

অটো গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে মোট ২৫টি প্যাকেটে মোড়ানো ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার করা হয়েছে নরসিংগড় এলাকার বাসিন্দা সুমন ঘোষকে।ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী মামলা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই নেশা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।