শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সেই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে রবিবার ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ৩১ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এনজিপি থানায় স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বিজেপি প্রতিনিধিদল পুলিশের কাছে আবেদন জানায়, আসন্ন পুজোকে ঘিরে এলাকায় যাতে কোনোরকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে।

স্মারকলিপিতে আরও দাবি জানানো হয় যে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ইতিমধ্যেই একাধিক স্থানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত পেট্রোলিংও চলছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।