৫১৫ বছরের মনসা পুজোর আয়োজন প্রায় শেষের দিকে বৈকুণ্ঠপুর রাজ বাড়িতে। আগামী কাল রাজ বাড়ি প্রাঙ্গণে থাকা প্রাচীন মন্দিরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মনসা পুজো। রবিবার সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উত্তরবঙ্গের সব চেয়ে প্রাচীন এই পুজো। ৫১৫ বছরের মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর রাজ বাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলার আয়োজন। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজা ১৭ আগস্ট শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এবং পুজা উপলক্ষে মনসা মেলা চলবে ৬ দিন ধরে।

ইতি মধ্যেই পুজোর প্রস্তুতি ও প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। প্রতিমার পোশাক পড়ানোর কাজও প্রায় শেষ। রাজ বাড়ি মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। এই পুজো উপলক্ষে বিষহরির মনসা মঙ্গল পালাগান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। রাজ পরিবারের বর্তমান পুরোহিত শিবু ঘোষাল বলেন, প্রাচীন রীতি মেনেই পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে। তিন দিন ধরে চলা পুজোয় প্রতিদিন ভিন্ন রকমের ভোগ দেওয়া হয় দেবীকে।