বিশ্ব আদিবাসী দিবস নিয়ে প্রশাসনিক সভা || মোটর বাইক আটকে বিকট শব্দের সাইলেন্সার খুলে দিল পুলিশ || দুর্নীতির তদন্তের দাবিতে অঞ্চল অফিসে ধর্নায় বিরোধীরা || মেয়র গৌতম দেবকে সংবর্ধনা জানালো নমঃশূদ্র উদ্বাস্তু সেলের তৃণমূল নেতারা || দুই ভাইয়ের বিবাদে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হলো ধানের চারা || এন আর সি নোটিশ পেল রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা || আগে সাত লক্ষ তারপর উন্নয়ন ! শোরগোল গাজলে || পরিযায়ী শ্রমিকের মেয়ের বিয়ে দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য || যুবকের স্কুটি ছিনতাইয়ের চেষ্টা এবং হামলা, চাঞ্চল্য বিনয় মোড়ে || বীর চিলা রায়ের মূর্তি বসবে বানেশ্বর মোড়ে ||

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকায়

কোটি টাকার মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে। যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে প্রায় ১৪,০০০ অবৈধ নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় I যার কালোবাজারি বাজার মূল্য কোটি টাকারও বেশি হবে।

এই অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন ও বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা। উদ্ধার করা হয় একটি সন্দেহভাজন গাড়ি, যার কোনও বৈধ নম্বর প্লেট ছিল না। মাদক ছাড়াও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটি পাচারচক্রের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের ধারনা।
এদিকে, জব্দ গাড়িটির কোনও বৈধ নথি বা নম্বর না থাকায়, এর মাধ্যমে আরও বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top