স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ধূপগুড়ি এসটিএস ক্লাবের উদ্যোগে ১২ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন বলে জানা গিয়েছে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি মহকুমার নতুন শালবাড়ি সোনাতলা হাটে জাতীয় পতাকা নেড়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন অধিনায়ক সুমিত মুখার্জী। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তর প্রদেশ ,বিহার ,হরিয়ানা সহ-প্রতিবেশী দেশ নেপালের প্রতিযোগিরা। এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। হাত তালি দিয়ে তারা প্রতিযোগিদের উৎসাহিত করেন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে উত্তরপ্রদেশের প্রিন্স রাজ যাদব, দ্বিতীয় হরিয়ানার সিস পাল ভোমরা ও প্রতিবেশী দেশ নেপালের নাগেশ্বর আহির। প্রথম থেকে পঞ্চম প্রতিযোগীকে চেক এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন অধিনায়ক সুমিত মুখার্জী এবং ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা সহ ক্লাব সদস্যরা।