উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের দু’নম্বর আমবেড়িয়া বাসিন্দা সীমা মন্ডল নীলিমা সরকার স্বামী প্রভাস সরকার! বয়স ৪৫ এর নীলিমা সরকার তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে স্বামী প্রভাস সরকারের সঙ্গে বাপের বাড়ি সোনারপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ডাক্তার দেখিয়ে বাড়ি এসে সকলে যখন মার্কেটের দিকে একটু ঘুরতে যায় সেই সময় বাড়ি থেকে হঠাৎ কোথাও নিখোঁজ হয়ে যায় নিকটবর্তী সোনারপুর থানায় নিখোঁজের ডায়েরি করে

ঘটনাটি ঘটে 1/03 তারিখ নয় নয় করে ২৪ দিন দিন কেটে গেছে পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিস দিতে পারেনি!তার সাথে সাথে তার স্বামী তার পুত্র জামাই মেয়ে সকলে মিলে সোনারপুর ক্যানিং গোসাবা ডায়মন্ড হারবার লক্ষীকান্তপুর বারাসাত বসিরহাট শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় তারা খোঁজ করেও এখনো পর্যন্ত তার কোন হদিশ মেলেনি!পরিবারের লোকের দাবি পুলিশ চাইলে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে কিন্তু কেন পুলিশ এখনো পর্যন্ত খোজ দিতে পারল না এতদিন পরেও সেটাই এখন বড় প্রশ্ন আদৌ কি পারবে পুলিশ খুঁজে দিতে এখানে আরও একটিবার পুলিশের ব্যর্থতা প্রমাণিত হবে সেটাই এখন দেখার তার স্বামী প্রভাস সরকার বলেন কেউ যদি খুঁজে পেয়ে দেয় তাকে ১০০০০ টাকা পুরস্কার দেওয়া হবে