হয়তো সকালের হাওয়া খেতে বেরিয়েছিল। কিন্তু নিরীহ পদচারণার বদলে ভোরের শান্ত গ্রামজীবনকে তছনছ করে দিল গজরাজের দল। ঘরবাড়ি থেকে শুরু করে ক্ষেত খামার সবকিছুতেই চলল রীতিমতো তাণ্ডব। আজ শনিবার ভোরে জলপাইগুড়ি জেলায় দুটি পৃথক এলাকায় এমন ঘটনা ঘটে। প্রথমে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের চেলধুরা এলাকায় দুটি হাতি তাণ্ডব চালায়। একটি কাঁচা বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি কৃষিজমিও নষ্ট করে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘড়িয়া তাঁতীপাড়া থেকে শিমুলতলা টিনবাড়ি এলাকায়। স্থানীয়দের অভিযোগ সাতসকালে হাতি ঢুকে ধানক্ষেতে ব্যাপক ক্ষতি করে। অন্তত ১২টির একটি হাতির দল এদিক-ওদিক ঘুরে ফসল মাড়িয়ে চলতে থাকে। চোখের সামনে মাঠভরা ধান নষ্ট হয়ে যেতে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশায় ভেঙে পড়েছেন। তাঁদের দাবি সরকারি সাহায্য ছাড়া এই ক্ষতি সামলানো সম্ভব নয়।

এদিকে উত্তর বারোঘড়িয়া এলাকায় হাতির দল লোকালয় পেরিয়ে চা-বাগানেও ঢুকে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার পর হাতির দলকে বারোঘড়িয়া ফরেস্টে ফেরত পাঠাতে সক্ষম হন। তবে লোকালয়ে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৌতূহলী মানুষ ভিড় জমায় হাতি দেখার জন্য।