মানুষ এবং বন্য প্রাণের সংঘাত কমাতে আলোচলা সভা এবং মেগা রক্তদান শিবির। ডুয়ার্স মানেই বন ও বন্য প্রাণ আর সবুজ গালিচায় ভরা এক মনোরম পরিবেশ। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনপদ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে মানুষ এবং বন্য প্রাণীদের মধ্যে সংঘাত। এবার সেই সংঘাত এড়ানোর কৌশল গত দিক গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির সঙ্গে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে পালন জলপাইগুড়ি জেলার লাটাগুরি বন বিভাগের।

লাটাগুড়ি রেঞ্জ অফিস আয়োজিত এই রক্তদান শিবিরের সূচনা করেন বিভাগীয় বনাধিকারিক ভি বিকাশ। এই প্রসঙ্গে তিনি বলেন,আজ স্বাধীনতা দিবসের এই শুভ দিনে একদিকে যেমন রক্তদান করা হয়েছে, সেই সঙ্গে হাতি ও মানুষের মধ্যেকার সংঘাত কি ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই বিষয়টি নিয়েও প্রচার করা হয়েছে। রক্তদান শিবিরটি পরিচালনা করেন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা।