স্বাধীনতা দিবসের আগে বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার সার্কিট হাউস ডুয়ার্স কন্যা প্যারেড গ্রাউন্ড সহ বিভিন্ন এলাকা স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। রাত পোহালেই শুক্রবার ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাশকতা এড়াতে তল্লাশি চালানো হচ্ছে স্নিফার ডগ দিয়ে। শুক্রবারো এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।