জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে মালদা জেলার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর মাটিয়াপাড়ায় বসানো হবে সোলার সাব মার্সিবল পাম্প। রবিবার ফিতা কেটে কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। খুশি এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গ্রীষ্মকালে এই এলাকায় জলের সংকট দেখা দেয়।

অপরদিকে নলকূপের আয়রন যুক্ত জল পান করতেন বাধ্য ছিলেন মানুষ।গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষ রবিউলের কাছে সাব মার্সিবল পাম্পের আবেদন করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন এদিন তার শিলান্যাস করলেন।