ফের সীমান্তে বেআইনি প্রবেশের অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী যুবক। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় টহলদারির সময় ধরা পড়ে সে। গতকাল সীমান্ত দিয়ে নেপালে ঢোকার চেষ্টা করছিল ওই যুবক। সে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে চাইলে সন্দেহ হয় এসএসবির জওয়ানদের। আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশি পরিচয়পত্রে ধৃতের নাম মহম্মদ মানিক হলেও আধার কার্ডে নাম লেখা রয়েছে রাতুল খান। এক ব্যক্তির দুই নাম দেখে আরও সন্দেহ বাড়ে। জেরা চালাতেই ধৃত স্বীকার করে যে, সে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা।

এসএসবির জওয়ানরা তার হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করে। পরে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, গত শুক্রবার বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে পেরিয়ে ভারতে প্রবেশ করে দালালদের মাধ্যমে জাল আধার কার্ড সংগ্রহ করেছিল ধৃত। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।