সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলার ৩৮তম জেলা সম্মেলনে ধূপগুড়িতে এলেন মোহাম্মদ সেলিম। শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা কৃষক সভার ৩৮তম জেলা সম্মেলন। সম্মেলন উপলক্ষে সকালে থেকেই ধূপগুড়ি ডাকবাংলো মাঠে জড়ো হতে থাকেন জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা। দিনভর উৎসবমুখর পরিবেশে জমে ওঠে সমাবেশ। সিপিআই(এম)-এর সর্বভারতীয় নেতা ও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে সভা শুরু হয়।

কৃষকদের ন্যায্য দামের দাবি, কৃষি উৎপাদনের সমস্যা এবং বাজারমূল্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। দু’দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আগামী দিনে কালাচাঁদ দরবেশ মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলা সম্মেলনের মূল কর্মসূচি। প্রকাশ্য সভা থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী নীতি নিয়ে তীব্র আক্রমণ শানান মোহাম্মদ সেলিম।