সামান্য বৃষ্টিতেই রাস্তা হয়ে ওঠে নদী। দুর্গাপুর মুচিপাড়া ডিএমসি মার্কেটের সামনে রাস্তার এমনই হাল। এটা নতুন চিত্র নয়। এই চিত্র দিনের পর দিন একই ভাবে বহাল রয়েছে। বদলায়নি এখনো কোনো অবস্থা। বারংবার জানিয়েও মেলেনি সুরাহা। আর এই জল দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের।

এ যেন রাস্তা নয়, ছোটখাটো একটি নদী। তার ওপর দিয়েই চলছে ছোট-বড় সমস্ত ধরনের পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি। বর্ষাকালে এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তা হয়ে যায় একটি ছোট নদী I রাস্তার ছোট বড় গর্ত কোন কিছুই তখন দেখাই যায় না ।সবকিছুই ঢাকা পড়ে যায় জলের তলায়। যার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। আর সেই রাস্তা দিয়েই রীতিমত প্রাণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। কতদিনে মিলবে সুরাহা। সেদিকে তাকিয়ে এখন সকলে।