গোটা দেশ ও রাজ্যে প্রতারক চক্র বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এই প্রতারকচক্ররা বিভিন্ন কৌশল অবলম্বন করে জনগণের জমানো অর্থ গায়েব করে নিচ্ছে। সাইবার ক্রাইম হলো কম্পিউটার, বা নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে বা লক্ষ্য করে সংঘটিত অপরাধমূলক কার্যকলাপ। এর মধ্যে রয়েছে ডাটা হ্যাক করা, ব্যক্তিগত তথ্য চুরি, ফিশিং, ম্যালওয়্যার ছড়ানো, এবং অনলাইন জালিয়াতি।

এই সাইবার ক্রাইমের হাত থেকে মানুষকে সচেতন করতে রবিবার আগরতলা বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীরা এক সচেতনতামূলক র্যালি বের করে। সাইবার ক্রাইম সম্পর্কে শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীরা আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকার বিভিন্ন দোকান এবং বাড়িঘরে গিয়ে জনসাধারণকে সচেতন করা হয় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষক শ্যামল দে।