উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভুল পরীক্ষা কেন্দ্রে পৌছানো ছাত্রকে নিজেদের উদ্যোগে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌছে দিল পুলিশ। মনিষ বিশ্বাস আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। বাড়ি ভোলারডাবড়ী এলাকায়।, পরীক্ষা কেন্দ্র আলিপুরদুয়ার বাবুপাড়া বয়েজ হাইস্কুলে পড়েছিল। কিন্তু ভুলবসত ওই ছাত্র ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে চলে আসে।

আলিপুরদুয়ার পুলিশের DIB টাউনের দায়িত্বে থাকা প্রদীপ রায়ের তৎপরতায় সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌছল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মনিষ বিশ্বাস। আজ থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু। জেলায় প্রায় ১২ হাজার পরীক্ষার্থি পরীক্ষা দিচ্ছে বলে জানা যায়।