রবিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার পূর্ব চকচকা ২নং রায়ডাক শ্রাবণী মেলায় নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃ*ত্যু হল এক পুর্ণ্যার্থীর। । একেবারে নদীর মধ্যে ঘেরাটপে স্নান করতে গিয়ে হঠাৎ নিঁখোজ হয়ে যায় কোচবিহার জেলার নাওথোয়া এলাকার ওই যুবক। মেলা কমিটির প্রচেষ্টায় তড়িঘড়ি উদ্ধার করে ওই যুবককে নদী থেকেই চিকিৎসার জন্য কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃ*ত বলে ঘোষণা করেন ।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় । হাসপাতালের তরফে পুলিশকে খবর দেওয়া হলে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে মৃ*ত দে*হ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।