বুধবার সন্ধ্যায় প্রতিবছরের মতোই কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের সিঙ্গিমারী রামপুর বঙ্গশ্রীক্লাব ও লাইব্রেরীর পরিচালনায় বিশাল মেলার আয়োজন।

এদিন সন্ধ্যায় এক ঝাঁক অতিথিদের উপস্থিতিতে মেলার শুভারম্ভ করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাদক্ষ চৈতী বর্মন বড়ুয়া , তুফানগঞ্জ দুই নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস সহ অন্যান্য অতিথিবর্গরা। রামপুর সিঙ্গিমারীর এই মেলাকে ঘিরে এলাকার প্রত্যেকের আবেগ জুড়ে থাকে রীতিমতো।