শুভেন্দুর গড়ে সবুজ ঝড় অব্যহত। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর বাশুলি বিদ্যাভবনে উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে ৬৫ টি আসনের ৫৪ টিতে জয়লাভ করলো রাজ্যের শাসক দল তথা তৃণমূল। বাকি ১১টি আসনে পায় বিজেপি। বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই শিবিরে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। এদিন ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই সমবায় সমিতির ভোট প্রক্রিয়ায় ৬৫ টি প্রতিনিধি নির্বাচন।

এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক সমর্থিত ৬৫ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত ৬২ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে। শাসক দলের ৩টি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল আগেই । প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকে পুরো এলাকায় বিশাল পুলিশি বাহিনী ও নিরাপত্তয় মুড়ে ফেলা হয়েছিল। নির্বাচন শেষে কার্যত সবুজ ঝড় উড়লো। জয়লাভ করার শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে উঠে। স্থানীয় বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশীষ গিরি জানিয়েছেন, একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতে পারবে না। আগামী ছাব্বিশে রামনগর বিধানসভায় বিজেপি জিতবে। মানুষ বিজেপির সঙ্গেই আছে।