শুকনো ভাত ও সিদ্ধ ডিম দেওয়া কে কেন্দ্র করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েদের। বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের ডাকাত পুকুর স্কুলপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাওয়া না পেয়ে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুর মায়েরা। প্রায় গত সোমবার থেকে সিদ্ধ ডিম আর শুকনো ভাত দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় শিশুর মহিলারা I কখনো পচা ডিম দেওয়া হচ্ছে, এছাড়া শুধু ভাত আর ডিম ছাড়া কোন সবজি দেয়া হচ্ছে না বলে অভিযোগকে কেন্দ্র করে শিশুর মায়েরা ডাকাত পুকুর এলাকার স্কুলপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে।

সকলেই খাবার না নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে, অনেকে আবার খাবার না নিয়ে ফিরে যায় I, তাদের অভিযোগ যতক্ষণ খাবারের লিস্ট ও আধিকারিকরা যতক্ষণ না আসবে তারা এই খাবার নিবে না বলে জানিয়েছে অভিযোগকারীরা । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা জানান, আমাদের শুধু ডিম আর ভাত দেওয়ার নির্দেশ রয়েছে শিশুদের জন্য। অনেকেই খাবার না নিয়ে ফিরে যান এ বিষয় আমরা সিডিপিও ম্যাডামকে জানাবো। এবিষয়ে সিডিপিও আব্দুল সাত্তার বাবুকে ফোনে ধরা হলে তিনি জানান আমাদের যেভাবে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে ,মায়েদের জন্য ডিমের ঝোল ভাত, আর শিশুদের জন্য ডিম সিদ্ধ আর ভাত। এ ছাড়া যেসব অভিযোগ করছেন ভিত্তিহীন। নিয়ম মেনেই খাওয়ার দেওয়া হয়।