মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের জন্য নির্মীয়মান অক্সিজেন প্ল্যান্টের শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখতে জান, মেডিক্যাল কলেজের এম এস ভি পি ডাঃ কল্যাণ খা সহ অন্যান্য পদস্থ সাস্থ্য দফতরের আধিকারিকেরা।

অক্সিজেন প্ল্যান্টের ফিনিশিং টাচ পরিদর্শনের পর এম এস ভি পি ডাঃ কল্যাণ খা বলেন, এই অক্সিজেন প্ল্যান্টের থেকেই আমাদের সম্পূর্ণ চাহিদা মিটতে চলেছে, আগামীকাল এই নব নির্মিত অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করার মধ্যে দিয়েই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লিকুইড মেডিক্যাল অক্সিজেনের যোগানের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে যাবে।