একটি শিশু কন্যা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় বসে কাঁদতে দেখে এলাকার লোকজনরা উদয়পুর মহিলা থানায় ও গোমতী জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্যদের খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে তারা উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় ছুঁটে গিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে তাদের হেফাজতে।

বর্তমানে শিশু কন্যাটিকে নিরাপদ হোমে রাখা হয়েছে। শিশু কন্যাটি পরিষ্কার করে কিছু বলতে পারছে না। ধারণা করা হচ্ছে কোন ইটভাটায় এই শিশু কন্যাটির মা-বাবা কাজ করে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হলে জানা গিয়েছে। শিশু কন্যাটি হারিয়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবে কেউ ফেলে দিয়ে গেছে তা নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চলছে আলোচনা। শিশু কন্যাটি পরিষ্কারভাবে কথাই বলতে পারছে না কে তার মা-বাবা ।