শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তি নগর বৌবাজার এলাকায় ফাঁকা বাড়ির সুযোগে লক্ষাধিক টাকার সোনার অলংকার সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল।
জানা গিয়েছে, বাড়ির মালিক শিবু হালদার রবিবার সকালে কাজে বেরিয়ে যান। একইসময় অসুস্থ মেয়েকে দেখতে তার স্ত্রী যান মেয়ের বাড়িতে। রাতে স্বামী-স্ত্রী বাড়ি ফিরে দেখেন বাইরের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরের ঘরের দরজা ভেতর থেকে আটকে রাখা হলেও পাশের দরজা খোলা ছিল।

ঘরে ঢুকেই তারা লক্ষ্য করেন, আলমারি ভাঙা, লাইট জ্বলছে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে। অভিযোগ, আলমারি থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী।
ঘটনার খবর পেয়ে আশিঘড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।