শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এফ সি আই গোডাউনের সামনে গলা কা*টা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবককে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ও ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসু দ্রুত ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ওই যুবক হাইড্রেন ধরে র*ক্তাক্ত অবস্থায় হেঁটে আসছিলেন। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কাউন্সিলরকে। খবর পেয়ে অভয়া বসু ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। গোটা ঘটনাটি নিয়ে শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ আ*ত্মহ*ত্যার চেষ্টা নাকি খুনের চেষ্টা—সেটি খতিয়ে দেখছে। কীভাবে যুবকটির গলা কাটা হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের সুস্থতার দিকটি নজরে রেখে হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।