বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

খাদ্য দপ্তরের অভিযানে একাধিক দোকানে অনিয়ম ধরা পড়ল অ্যাক্রপলিস মলে।

শুক্রবার শিলিগুড়ির এমএল অ্যাক্রপলিস মলে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। শহরের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকদিন ধরেই একের পর এক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে দপ্তরটি। বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—কখনও পাউরুটিতে ফাঙ্গাস, তো কখনও শৌচালয়ের পাশে রান্না করা খাবার মজুত। এইসব অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার অভিযানের রাস্তায় নামেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পৌরনিগম, স্বাস্থ্য দপ্তর ও ফায়ার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও। অভিযান চলাকালীন মলে থাকা বেশ কয়েকটি খাবারের দোকানে নজরে আসে একাধিক অনিয়ম।

কোথাও প্যাকেটজাত খাবারে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ নেই, তো কোথাও অর্ধেক সিদ্ধ ডিম দীর্ঘ সময় ধরে ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পড়ে আছে। এমনকি বহুদিন আগে সিদ্ধ করা ডিমও ফ্রিজে রাখা হয়েছে—এমন দৃশ্যও ধরা পড়ে এদিনের এই অভিযানে । এছাড়াও একাধিক খাবারে ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া যায়। এইসব অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানগুলিকে নোটিশ ধরায় খাদ্য সুরক্ষা দপ্তর। তাদের নির্দেশ, নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের অন্যান্য অংশেও এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানানো হয়।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top