লক্ষাধিক টাকার শাল ও টিক কাঠ সহ এক অভিযুক্তকে গ্রেফতার করলো ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম প্রণব আচার্য (৩২)। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা জানতে পারেন, ইস্টার্ন বাইপাস দিয়ে একটি চারচাকা গাড়িতে কাঠ পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে আশিঘর মোড়ে কাছে ফাঁদ পেতে বসেন বনকর্মীরা। এরপর সন্দেহজনক গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই দেখা যায়, কলা ও প্লাস্টিকের আড়ালে লুকিয়ে পাচার করা হচ্ছিলো বিপুল পরিমাণ কাঠ।

উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডাবগ্রাম রেঞ্জের বন দপ্তর।