শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড় এলাকায় একটি বেসরকারি স্কুল বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন একটি টোটোর যাত্রীরা। আহতদের মধ্যে একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, অপর একজনের পায়ে গুরুতর চোট লাগে। আহতদের তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টোটো চালকও আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল পড়ুয়াদের নিয়ে ফিরছিল বাসটি। রবীন্দ্রনগর মোড়ে একটি টোটো আচমকাই যাত্রী তোলার জন্য দাঁড়ালে পেছন থেকে আসা স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। এরপর টোটো তে থাকা যাত্রীরা গুরুতর ভাবে আহত হন ।

ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, স্কুল পড়ুয়ারা বাসে থাকা সত্ত্বেও বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। তাদের দাবি, যদি গাড়ির গতি নিয়ন্ত্রিত থাকত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। এমনকি প্রতিদিনই গলির মধ্যে দিয়ে বেপরোয়া ভাবে ছুটে চলে এই ধরনের বেসরকারি স্কুল বাস, যা জনসুরক্ষার জন্য বড় প্রশ্ন তুলে দেয়।ঘ টনার খবর পেয়ে ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরবর্তীতে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে সেই বাস চালককে আটক করে থানায় নিয়ে যায় I