বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি কোচবিহার জেলার বাসিন্দা – প্রসেনজিৎ বর্মন ও সমির রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি নির্দিষ্ট চারচাকা গাড়ির উপর নজর রাখে। নির্দিষ্ট নম্বরের সেই গাড়িটি মহানন্দা সেতুর কাছে স্টেট গেস্ট হাউসের সামনে আসতেই পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। গাড়ির বোনেটে লুকোনো অবস্থায় ১০ কেজি করে দুইটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা কোচবিহার থেকে গাঁজা শিলিগুড়িতে নিয়ে এসেছিল বিক্রির উদ্দেশ্যে। শিলিগুড়িতেই গাঁজাগুলি হাতবদল হওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । গোটা ঘটনার তদন্তে পুলিশ।