বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

শিলিগুড়িতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবক গ্রেফতার

বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি কোচবিহার জেলার বাসিন্দা – প্রসেনজিৎ বর্মন ও সমির রায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি নির্দিষ্ট চারচাকা গাড়ির উপর নজর রাখে। নির্দিষ্ট নম্বরের সেই গাড়িটি মহানন্দা সেতুর কাছে স্টেট গেস্ট হাউসের সামনে আসতেই পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। গাড়ির বোনেটে লুকোনো অবস্থায় ১০ কেজি করে দুইটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা কোচবিহার থেকে গাঁজা শিলিগুড়িতে নিয়ে এসেছিল বিক্রির উদ্দেশ্যে। শিলিগুড়িতেই গাঁজাগুলি হাতবদল হওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । গোটা ঘটনার তদন্তে পুলিশ।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top