চা পাতা চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগী। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন, তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিলেন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী।
অভিযোগ, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় গাড়ি ধীরগতিতে এলেই সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত দুই যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হত। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।