উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই তুতো ভাইয়ের মধ্যে বিবাদ গড়াল র*ক্তপাতের দিকে। ভাইয়ের গলায় ছু*রি চালানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার এক । ধৃত সেই যুবককের নাম দেবেশ মহন্ত। উত্তর একটিয়াশাল ক্ষুদিরাম পল্লী এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রায় চার মাস ধরে পলাতক থাকার পর আশিঘর ফাঁড়ির পুলিশ তাঁকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছিল গত ২৯ এপ্রিল। জানা গিয়েছে, শিলিগুড়ির ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর একটিয়াশাল ক্ষুদিরাম পল্লি এলাকায় নিজের বাড়িতে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন দেবেশ মহন্ত। প্রতিবেশী ও তাঁর তুতো ভাই বিনয় মহন্ত বারবার আপত্তি জানালেও কর্ণপাত করেননি দেবেশ।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চরমে ওঠে এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় দেবেশ ধারালো অ*স্ত্র দিয়ে বিনয়ের গলায় কো*প মারেন। র*ক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিনয়। তড়িঘড়ি তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই বিনয়ের পরিবার আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দেবেশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।