এসএসসির চাকরি নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে এবং ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্থিরতার বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে সরব এবিভিপি।

সোমবার মুখ্যমন্ত্রী পদত্যাগের পাশাপাশি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানায় এবিভিপি। এদিন প্রথমে হাসমি চকে পোস্টার হাতে প্রতিবাদে সামিল হয় এবিভিপির কর্মী সমর্থকরা এরপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মাঝে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে এবিভিপি কর্মী সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।