শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানার পুলিশ একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম দীপ রাজ সিং। সে শিলিগুড়ি পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানু নগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর কাছে খবর আসে যে সেবক রোডের পায়েল সিনেমা হলের উল্টোদিকে সিটি প্লাজা বিল্ডিং এর সামনে এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।

এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে দীপ রাজ সিং নামে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করতেই পুলিশ দেহ তল্লাশি চালায়। তখনই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক কোনও অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। আজ ধৃত দীপ রাজ সিংকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে সে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।