শিব মন্দির একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। দোকানে গ্রাহক সেজে এসে দুই দুষ্কৃতী সোনার অলংকার দেখতে শুরু করে। এরপর সুযোগ বুঝে প্রায় ১০ টি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা। দোকান মালিক হরিপদ সরকার জানান, দোকানে কাস্টমার হিসেবে এসে সোনার অলংকার দেখতে শুরু করে তারা। দেখতে দেখতে হঠাৎ গয়না নিয়ে চম্পট দেয়।

বিষয়টি বুঝতে পেরে তাদের পিছনে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। মাটিগাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।