বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

শিক্ষক দিবস উপলক্ষে ৫০০ জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা

শুক্রবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ১৮ সুর্য্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই বিধানসভা কেন্দ্র এলাকার প্রায় ৫০০ জন শিক্ষক-শিক্ষিকাকে চাঁদর, ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানান ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, শিক্ষকরা সমাজ গঠনের মূল ভিত্তি। তাঁদের অবদানকে স্মরণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শিক্ষকরা শুধু বই পড়ান না, তাঁরা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। আজকের দিনে যখন বিভিন্ন প্রলোভন, চ্যালেঞ্জ ও বিভ্রান্তির মধ্যে তরুণ প্রজন্ম পথ হারিয়ে ফেলছে, তখন একজন সৎ ও আদর্শ শিক্ষকই তাঁদের সঠিক পথে চালিত করতে পারেন।

বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নিজে ছাত্রজীবনে বহু মহান শিক্ষকের কাছ থেকে প্রেরণা পেয়েছেন। তিনি আরো বলেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয়। তিনি নিজেও একজন মহান শিক্ষক ছিলেন এবং বিশ্বাস করতেন শিক্ষক জাতির মেরুদণ্ড। তাই আজকের দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের কাছে এক অঙ্গীকার আমরা যেন শিক্ষক সমাজকে সর্বোচ্চ সম্মান দিই এবং তাঁদের হাত ধরে নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধের পথে এগিয়ে দিই।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top