সেখানে প্রচুর পরিমাণ কাগজের বাক্স মজুত ছিল। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই আগুন। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। এমনিতেই ঘিঞ্জি এলাকা হিসেেবে পরিচিত নারকেলডাঙা। সাত সকালে আগুনের ঘটনায় তাই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগুন লাগার খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের 7 ইঞ্জিন , ।

আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হয় দমকলকে।। হোস পাইপে করে জল ছড়ানো হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে narkeldanga thanar পুলিশও। আগুন নিয়ন্ত্রণে.