শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে রোহিন রোডে এক যাত্রীবাহী গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠল চালক মহল। ঘটনার প্রতিবাদে বৃহষ্পতিবার সকাল থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে ছোট গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখান তরাই চালক সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে দাবি ওঠে, অভিযুক্ত ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সূত্রের খবর, আক্রান্ত চালক মানিক বণিক বুধবার সকালে পর্যটক নিয়ে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছিলেন। রোহিন রোডের কার্গিল দাঁড়ার কাছে একটি ট্রাককে ওভারটেক করার পর, সেই ট্রাকের চালক তাঁকে প্রথমে গালিগালাজ করে। এরপর গাড়ি থামিয়ে, আরও কয়েকজন ট্রাক চালককে সঙ্গে নিয়ে মানিকবাবুকে বেধড়ক মারধর করা হয়। সেই সময় তাঁর গাড়িতে একাধিক পর্যটক ছিলেন।

আহত অবস্থায় মানিকবাবুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর তিনি কার্শিয়াং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের ২৪ ঘণ্টা পার হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ পরিবারের।
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য গাড়িচালকরা। তরাই চালক সংগঠনের সম্পাদক মেহেবুব খান বলেন,
“আমরা নিরাপদে কাজ করতে চাই। কিন্তু এখন রাস্তায় গাড়ি চালানোই বিপজ্জনক হয়ে উঠেছে। দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
আহত চালকের স্ত্রী রিনা তামাং বলেন,
“আমার স্বামী কোনও দোষ না করেই মার খেয়েছে। অভিযুক্তদের দ্রুত শাস্তি দিতে হবে।”
এই ঘটনার জেরে আজ সকাল থেকেই দার্জিলিং মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হন চালকরা। যার ফলে সকাল থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে ছোট গাড়ি পরিষেবা কার্যত ব্যাহত হয়। যদিও দুপুর গড়াতেই ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।