গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে ঘটেছিল চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, রাতে বাড়ির সামনে এক ধরনের কোন নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সমস্ত সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। পরিবার সূত্রে জানা গেছে, রাতভর সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায়, ঘরের দরজা খোলা, আলমারি-টেবিল তছনছ, নগদ টাকা, সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে প্রায় এক মাস দশ দিন পর গ্রেফতার করতে সমর্থ হল সেই চুরির ঘটনায় জড়িত এক দুস্কৃতিকে। গত শুক্রবার সন্ধ্যায় নৌকাঘাট থেকে সঞ্জয় মন্ডল নামে ওই দুস্কৃতিকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। জানাগেছে ধৃত শিলিগুড়ি টিকিয়াপাড়ার নিবাসী।তবে তার কাছ থেকে উদ্ধার হয়নি কোন চুরির সামগ্রী। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতের পাঠানো হয়েছে ।