বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

রেল কোয়ার্টারে চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত।

গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে ঘটেছিল চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, রাতে বাড়ির সামনে এক ধরনের কোন নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সমস্ত সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। পরিবার সূত্রে জানা গেছে, রাতভর সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায়, ঘরের দরজা খোলা, আলমারি-টেবিল তছনছ, নগদ টাকা, সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে প্রায় এক মাস দশ দিন পর গ্রেফতার করতে সমর্থ হল সেই চুরির ঘটনায় জড়িত এক দুস্কৃতিকে। গত শুক্রবার সন্ধ্যায় নৌকাঘাট থেকে সঞ্জয় মন্ডল নামে ওই দুস্কৃতিকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। জানাগেছে ধৃত শিলিগুড়ি টিকিয়াপাড়ার নিবাসী।তবে তার কাছ থেকে উদ্ধার হয়নি কোন চুরির সামগ্রী। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতের পাঠানো হয়েছে ।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top