ত্রিপুরা ধলাই জেলার কমলপুর মহাকুমার অন্তর্গত পানবোয়া গ্রাম পঞ্চায়েত অফিসে রেগার কাজের মজুরির দাবিতে তালা ঝুলিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের দরজার সামনে বসে রইল ক্ষুব্ধ জনজাতি রেগা শ্রমিকরা। দীর্ঘদিনের বকেয়া রেগার কাজের মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। ক্ষুব্ধ জনজাতি রেগা শ্রমিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পানবোয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রেগার কাজ করা শ্রমিকরা গত কয়েক মাস ধরে তাদের পারিশ্রমিকের ন্যায্য মজুরি পাচ্ছেন না।

বকেয়া রেগার কাজে ন্যায্য মজুরি রেগা শ্রমিকদের দেওয়ার জন্য বারবার তারা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে সকল রেগা শ্রমিকরা একজোট হয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের বকেয়া রেগার কাজের মজুরি পরিশোধ করতে হবে। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত অফিসে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। রেগা শ্রমিকদের দাবি, মজুরি না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।