শুক্রবার দুপুরে ১২০ জন ভক্ত ট্রেনে চেপে রওনা দিলেন জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। মালদা রেল স্টেশন থেকে ট্রেনে চেপে ভক্তরা রওনা দেন পুরীর উদ্দেশ্যে। ইচ্ছে থাকলেও আর্থিক কারণে বহু ভক্ত পুরী ধামের ভ্রমণ করতে পারেননি। সেই সমস্ত ভক্তদের পুরী ভ্রমণের জন্য আর্থিক সহযোগিতা করেন রুপ সনাতন মিলন মন্দিরের কয়েকজন সদস্য।

এদিন দুপুরে নাম সংকীর্তন করে ভক্তরা উপস্থিত হন মালদা টাউন রেল স্টেশনে। উপস্থিত ছিলেন,রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ ঘোষ সহ অন্যান্য ভক্তরা। রঘুনাথ ঘোষ বলেন, মন্দিরের কয়েকজন ভক্তের আর্থিক সহায়তায় ১২০ জন ভক্তকে নিঃশুল্ক পুরী ধাম ভ্রমণের ব্যবস্থা করা হয় রূপ সনাতন মিলন মন্দিরের পক্ষ থেকে। ৬ দিনের ভ্রমণে ট্রেন যাত্রা এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে ভক্তদের জন্য।