বিশ্ব আদিবাসী দিবস নিয়ে প্রশাসনিক সভা || মোটর বাইক আটকে বিকট শব্দের সাইলেন্সার খুলে দিল পুলিশ || দুর্নীতির তদন্তের দাবিতে অঞ্চল অফিসে ধর্নায় বিরোধীরা || মেয়র গৌতম দেবকে সংবর্ধনা জানালো নমঃশূদ্র উদ্বাস্তু সেলের তৃণমূল নেতারা || দুই ভাইয়ের বিবাদে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হলো ধানের চারা || এন আর সি নোটিশ পেল রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা || আগে সাত লক্ষ তারপর উন্নয়ন ! শোরগোল গাজলে || পরিযায়ী শ্রমিকের মেয়ের বিয়ে দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য || যুবকের স্কুটি ছিনতাইয়ের চেষ্টা এবং হামলা, চাঞ্চল্য বিনয় মোড়ে || বীর চিলা রায়ের মূর্তি বসবে বানেশ্বর মোড়ে ||

রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের

খানা খন্দে ভরা রাস্তা। কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে। আবার কোথাও জল কাদায় একাকার। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও হয়নি পাকা রাস্তা। বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের মানুষেরা। কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা। বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে নোয়াপাড়া কামাত ও বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

কাচা রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলার পা ভেঙ্গে গিয়েছে বলে অভিযোগ। কেউ অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়েন। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ঢুকতে পারে না। খারাপ রাস্তার কারণে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য আমিনুল হক বলেন, জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top