সনাতন যুবকরা রাম নবমী উপলক্ষে রবিবার একটি সুবিশাল বাইক মিছিল অনুষ্ঠিত করে আগরতলা ভাটি অভয়নগর ঋষি পল্লী এলাকা থেকে। এই বাইক মিছিল নিয়ে বের হওয়ার আগে প্রথমে তারা ভগবান রামকে পুজো দেয়। তারপর বাইক মিছিলে অংশগ্রহণ করেন তারা।

এই বাইক মিছিলে মোট ৮০ জন রাম ভক্ত অংশগ্রহণ করেন। তাদের এই বাইক মিছিলের উদ্দেশ্য, জাতি, জনজাতি সকল ধর্মের মানুষরা যেন একত্রভাবে শান্তিপূর্নভাবে থাকতে পারে এবং রাজ্যের সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়।