গোপন সূত্রে খবরের ভিত্তিতে একেবারে দাবাং কায়দায় গাঁজা পাচার রুখে দিল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের অভিযানে টোটো থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৪ কেজি গাঁজা। গাঁজা পাচারের ঘটনায় টোটো চালক সহ দুই পাচারকারীকে আটক করে পুলিশ। তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর বাজার এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরে ভিত্তিতে এদিন বিকেলে রামপুর বাজার এলাকায় একটি টোটো আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। টোটো তে তল্লাশি চালিয়ে দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

তবে গাঁজা গুলি দুই যুবক ফোলিমারি এলাকা থেকে রামপুর হয়ে মহারাষ্ট্রের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। এই ঘটনায় টোটো চালক ফলিমারির বাসিন্দা মনোজিৎ সাহা ও দাউদ খান শের খান মুলতানি ও সাগিরুদ্দিন মুজাউদ্দীন নামে মহারাষ্ট্রে দুই বাসিন্দাকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। এদিন গাঁজা গুলি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানা পুলিশ। আগামীকাল ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই পাচার চক্রের সঙ্গে আরও বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।