ভোর রাতে রামপুরহাট থানার তৎপরতায় জাতীয় সড়ক-১৪ এর ধারে মনসুবা মোর এলাকা থেকে উদ্ধার হল ৪০টি গরু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পিক আপ ভ্যান ও একটি বোলেরো করে গরুগুলি বহন করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, গরুগুলি ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, রামপুরহাট বাইপাস ধরে মনসুবা মোড় হয়ে তারাপীঠের রাস্তা ব্যবহার করে গাড়িগুলি পার করার পরিকল্পনা ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মনসুবা মোরে নাকা চেকিং চালায়। সেখানে দুটি গাড়ি আটক করে গরুগুলিকে নামিয়ে নিরাপদ স্থানে বেঁধে রাখা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গরু বহনের বৈধ কাগজ-পত্র চাইলে, চালকরা তা দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে এক জনকে আটক করা হয়, যার নাম মহঃ ইমতিয়াজ শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।