নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আলিপুরদুয়ার জেলার বারবিশায় উদ্বোধন হলো রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা ৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ারের এসডিও দেবব্রত রায় , কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা সহ বিশিষ্টজনেরা। সোমবার স্টেট লেভেল স্কুল গেমস ২০২৫ মহিলা হ্যান্ডবল কম্পিটিশনের উদ্বোধন হয় বারবিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন এসডিও দেবব্রত রায়।

এদিন রাজ্য স্তরের হকি এবং উশু বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি এবং শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। উদ্বোধনের সংগীত, রাজবংশী কৃষ্টি কালচার বরণ নিত্য এবং থিম সং এর মাধ্যমে রাজ্য স্তরের স্কুল গেমস ২০২৫ মহিলা হ্যান্ড বল প্রতিযোগিতার উদ্বোধন হয় বারবিশায়।