মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে নয়া নির্দেশিকা। পঞ্চম পে কমিশন অনুযায়ী যারা পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৭১ শতাংশ হবে।

পেনশনভোগীরাও এখন রেপো রোট, ২০০৯ অনুযায়ী ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাপান বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।