তবে বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ ব্যবসায়ী কিংবা মাংসের ব্যবসায়ীদের জন্যে মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার প্রচেষ্টায় পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্সের সংলগ্ন জায়গায় পুনঃনির্মাণ হতে চলেছে মাছের বাজার।

সোমবার দীর্ঘ প্রতীক্ষিত আরএমসি যারা নির্মিত বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্স অর্থাৎ খুচরো বাজারের পথচলা শুরু হয়.. তবে সেই মার্কেটে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ এবং মাংস ব্যবসায়ীদের জন্য বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে রিটেল মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় পুনঃনির্মাণ হতে চলেছে বুনিয়াদপুরের পৌর এলাকার মাছের বাজার… আর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহল।