সি আই এস সি ই বোর্ডের পশ্চিমবঙ্গ রাজ্যস্তরীয় বক্সিং, ক্যারাটে, খো খো খেলা প্রতিযোগিতা আয়োজিত হল হ্যামিলটনগঞ্জ বুন ইংলিশ স্কুলে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশো জন্য প্রতিযোগী এই তিনটি খেলায় অংশ গ্রহণ করেছে। বিভিন্ন বিভাগে যারা প্রথম হবে তারা জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

এদিন রাজ্যস্তরীয় খেলা সূচনায় উপস্থিত ছিলেন মহুকুমাশাসক আলিপুরদুয়ার দেবব্রত রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। আয়োজকদের পক্ষ থেকে বুন ইংলিশ স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান বোর্ডের রাজ্যস্তরীয় তিনটি খেলা এখানে আয়োজিত হচ্ছে। আগামী ৩১ আগষ্ট অবধি চলবে এই খেলা।